বাহুবলে ট্রাক চাঁপায় স্কুল ছাত্রের মৃত্য,ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ১৩:০২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় হাসান মিয়া (৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ট্রাক ও ট্রাক চালককে অাটক করেছে জনতা।
শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র চারগাঁও গ্রামের অাব্দুল মতিনের ছেলে।
সে স্থানীয় তগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
এ সড়ক দুর্ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট অবরোধ করে রাখে।
তাৎক্ষনিক অাটককৃত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, বাহুবল থেকে মিরপুরগামী একটি টাটা পিকঅাপ রাস্তার পাশে দাড়িয়ে থাকা স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তাৎক্ষনিক খবর পেয়ে বাহুবল উপজেলা নিবার্হী অফিসার ও পুওর কুইক কেয়ার রেসপন্স টিমের ডিরেক্টর সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছান।
পরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক অালী ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়াসহ উত্তেজিত জনতাদের শান্তনা দিয়ে অবরোধ তুলে নেন।
পরে নিহতের বাড়িতে পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের ডিরেক্টর ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন উপস্থিত হয়ে নগদ ৫ হাজার টাকার অার্থিক অনুদান তুলে দেন।