বাহুবলে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা: চলাচলে ভোগান্তি
একুশে জার্নাল
জুন ০৮ ২০২০, ২১:৪০
শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির ফলে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপনের চলিতাতলা থেকে সোয়াইয়া গ্রামীণ রাস্তার বেঁহাল দশা।
উক্ত রাস্তার গোশাই বাজারের অদূরে এক অংশে বৃষ্টির পানি জমে প্রায় ৫০ হাত রাস্তা যানবাহনসহ লোকজন চলাচলে দুর্ভোগ চরমে এসে পৌঁছে গেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে বৃষ্টির পানি জমে থাকায় পানির সূত্র পেয়ে রাস্তায় কাদায় পরিণত হয়। পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি উঠে আসে। পানির মধ্যেই চলাচল করে অসংখ্য গাড়ি ও সাধারণ লোকজন। ফলে রাস্তায় সৃষ্টি হয় কাদা। এতে গাড়ি চলাচলে বয়ে আসে মারাত্মক ঝুঁকি। ঝুঁকি নিয়ে দৈনিক প্রায় হাজারের উপরে যানবাহন চলাচল করে এ রাস্তায়।
রাস্তায় সিএনজি গাড়ি নিয়ে আটকা পরে আছেন ড্রাইভার সৈয়দ মিয়া। তার সাথে আলাপ করলে তিনি জানান, “আমাদের পুরো রাস্তাই লক্কর ঝক্কর হইয়া আছে তিন-চার বছর যাবত। কাম আইছে শুনি, কাম আর হয় না! এই ভাবে চলছি আমরা গাড়ি নিয়ে। রাস্তা ভাঙা চাঙা থাকায় ঝুঁকি নিয়েই গাড়ি চালাই। আমাদের গাড়ির মারাত্মক ক্ষতি হয়। যাত্রীদেরও খুব কষ্ট হয়।
বাহুবলের এ রাস্তা নিয়ে উপজেলার এল.জি.ই.ডি অফিসের ইঞ্জিনিয়ার আনিসুর রহমান রাস্তার উন্নয়ন প্রকল্প নিয়ে প্রায় এক বছর আগে আশ্বাস দিলেও সে আশ্বাস বাস্তবায়ন হয়নি! অপেক্ষায় থাকতে হয় প্রকল্পের। এর পরেই সূত্রপাত ঘটে বিশ্বব্যাপী করোনাভাইরাস। এতে বিঘ্নতা সৃষ্টি হয় সরকারের উন্নয়ন মুখী সকল কর্মকাণ্ডের।
এ রাস্তার সকল বিষয় অবগত করে বাহুবল উপজেলা ইঞ্জিনিয়ার আনিসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা চলিতাতলা থেকে মানিকা বাজার পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্পের একটা প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয়ে। আশা করি সংকট ফুরালে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হবে।