বাহুবলে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা প্রদান
একুশে জার্নাল
জানুয়ারি ১৯ ২০২০, ২২:৫১
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামীলীগ পরিবার ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি জননেতা এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এড, আলমগীর চৌধুরী কে।
বাহুবল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে (১৯জানুয়ারী) রোজ শনিবার বাহুবল বাজারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর মানিক’র সভাপতিত্বে গনসংবর্ধনা অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগন্জ -১ আসনের এমপি জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির,জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এড, সিরাজুল হক চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটির যৌথ পরিচালনায় এ অনুষ্টানে বক্তব্য রাখেন এড,সুলতান মাহমুদ, চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচুং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল রাসেল, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, বর্তমান সভাপতি সাইদুর রহমান প্রমুখ।