বাহুবলে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৮ ২০১৯, ০০:৫০

বাহুবল,হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলার বাহুবলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের ২য় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে
সমাপ্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে র্যালিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডাক্তার বাবুল কুমার দাশ,উপজেলা পরিবার পরিকল্পপনা কর্মকর্তা মোঃ আব্দুুল হামিদ, ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস,বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, সাংবাদিক ফয়সল আহমদ চৌধুরী,উপজেলা কৃষক লীগের সভাপতি মখলিছুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। র্যালি শেষে মাঠ পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীর প্রতি সেবা সপ্তাহের মাধ্যমে স্বাস্থ্য সেবা তৃনমূল পর্যায়ের মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান ইউ,এন,ও, মোঃ জসীম উদ্দিন।