বাহুবলে জাতীয় গনমাধ্যম সপ্তাহ পালন উপলক্ষে বাহুুবল প্রেস ক্লাবের র্যালি ও আলোচনা সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০১ ২০১৯, ১৬:৪৬

বালাদেশ মফঃস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশব্যাপি ১ থেকে ৭ মে পর্যস্ত জাতীয় তয় গনমাধ্যম সপ্তাহ পালিত হচেছ ।

এ কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জের বাহুুবল প্রেসক্লাবের উদ্যোগে আজ ১লা মে সকাল ১০টায় এক বর্নাঢ়্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন বাহুুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুুর রহমান,সহকারী কমিশনার( ভূমি) রফিকুল ইসলাম,বাহুুবল মডেল থানার এস,আই কবির উদ্দিন ও মোস্তাফা মাজেদ,দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি ও বাহুুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান,হবিগঞ্জ সংবাদের সম্পাদক সোহেল আহমদ কুটি,দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুল আওয়াল তহবিলদার, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী,বাহুুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দৈনিকআজকের হবিগঞ্জের প্রতিনিধি সাঈদ আহমদ,করাঙ্গী নিউজের প্রতিনিধি কমল হাজদা,নারী নেত্রী হাসিনা আক্তার, জাহির মিয়া তালুকদার প্রমুখ। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা গনমাধ্যম সপ্তাহ সহ মফঃস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবির স্বৃকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।