বাহুবলে চোরাই গাছ পাচারের সময় পিকআপ ভ্যানসহ আটক ১
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৭ ২০২০, ২৩:৩১
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে চোরাই গাছ পাচারের সময় পিকআপ ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
আটককৃত নুরুজ্জামান(৩৬) নবীগঞ্জ উপজেলার পারকুল(বনগাঁও)গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি পিকাআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার মুগকান্দী নামক স্থানে অপেক্ষামান অবস্থায় দেখা যায়।
এসময় বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির সংগীয় ফৌস নিয়ে ভ্যান চালক ও সাথে থাকা লোকজনকে এভাবে রাস্তার পাশে না থাকার জন্য বলে আসেন।কিন্তু কে শুনে কার কথা-এক পর্যায়ে তারা বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মোঃ কদ্দুস মিয়ার গাছ বাগান থেকে গাছ কেটে পিকআপ ভ্যান বোঝাই দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পাচার করে নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসলে, মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির সংগীয় ফৌর্স নিয়ে পিকাআপ ভ্যানকে সিগনাল দেন। এসময় ভ্যান চালক সজীব মিয়া পুলিশের সিগনাল অমান্য করে চলে যায়।
এমতাবস্থায় পিকআপ ভ্যানকে দাওয়া করে পুলিশ। একপর্যায়ে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারে পিকআপ ভ্যানসহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়।
এ ঘটনায় গাছ বাগান মালিক মোঃ কদ্দুস মিয়া বাদী হয়ে আটককৃত নুরুজ্জামান সহ ৩ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অপর আসামীরা হলেন,নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের সুজাত মিয়ার ছেলে ভ্যান চালক সজীব মিয়া(৩৪)বাহুবল উপজেলার মুগকান্দী গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওরঙ্গু জেব রঙ্গু(৪৪) তাদের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ, এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।