বাহুবলে চা শ্রমিকদের সরকারি সহায়তার তালিকায় বস্তিবাসীর নাম; বাগানে উত্তেজনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০২০, ২২:০৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদ চা বাগানে,সরকারের বরাদ্দকৃত আর্থিক অনুদানের নামের তালিকায় চা শ্রমিকদের বদলে বস্তিবাসীর নাম দিয়েছে বাগান নেতারা। এ নিয়ে ফয়জাবাদ চা বাগানের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়,প্রতি বছরের ন্যায় গত বছর তালিকা তৈরি করে বাহুবল উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন বাগান শ্রমিকদের সভাপতি দুলাল।ওই তালিকায় সভাপতি দুলাল বাগানের চা শ্রমিকদের বদলে নিজের ইচ্ছামত বস্তির মহিলা সহ প্রায় ১৬ জনের নাম দিয়েছেন। চা শ্রমিকদের মধ্যে সরকারের বরাদ্দকৃত আর্থিক পাঁচ হাজার টাকা বিতরণের সময় বিষয়টি বাগানের শ্রমিকদের মধ্যে জানাজানি হয়। চা শ্রমিকরা সভাপতির এমন কর্মকান্ড জানার পর তাদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার খবর পেয়ে সরেজমিনে ফয়জাবাদ চা বাগানে বিষয়টি বিস্তারিত জানতে গেলে, এ প্রতিবেদিকের নিকট শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা বড় অসহায় ও দুঃখী মানুষ।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের চা শ্রমিকদের দুঃখ দূর্দশা দেখে প্রতিটা বাগানে সরকারী সাহায্যে হিসেবে প্রতি বছর কিছু চা শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। কিন্তু গত বছরের তালিকায় সভাপতি দুলাল স্বজনপ্রীতির মাধ্যমে চা শ্রমিকদের জায়গায় প্রায় ১৬ জন বস্তিবাসীর নাম দিয়েছেন। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিচার চাই এবং দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

এব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এ বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা নুসরাত এ-ইলাইহির সাথে জানতে হলে তিনি বলেন, এই তালিকা স্থানীয় চেয়ারম্যান ও নেতারা দিয়েছেন- আমরা তালিকায় যাদের নাম পেয়েছি তাদের হাতেই সরকারের পাঁচ হাজার টাকা তোলে দিয়েছি। ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক মোঃ সাকলায়েনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন,চা শ্রমিকদের বদলে বস্তিবাসীর এটা প্রশ্নই আসেনা?এর কিছুক্ষণ পরই তিনি বলেন হয়তো বাগানের ওয়ার্কার তালিকায় তাদের নাম যুক্ত করেছে। সেজন্য তালিকায় তাদের নাম রয়েছে। এ বিষয়ে চা শ্রমিকদের সভাপতি দুলাল সাঁওতালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তালিকায় যাদের নাম দেয়া হয়েছে তারা আমাদের ওয়ার্কার সেজন্য তালিকায় তাদের নাম দেয়া হয়েছে। কিন্তু একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে চা বাগানের শ্রমিকদের তালিকায় একজন ব্যক্তি ছাড়া অন্য কাহারো নাম নেই।