বাহুবলে চলছে উলামাদের তাবলীগী ওয়াজাহাতী জোড়
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৬ ২০১৮, ০৭:৩৮
একুশে জার্নাল বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে আজ চলছে ওলামাদের তাবলীগী ওয়াজাহাতী জোড়।
সারাবিশ্বে সমাদৃত দ্বীনি সহীহ মেহনত তাবলীগ জামাত নিয়ে চলমান সংকট দূরীকরনে জেলায় জেলায় চলছে ওয়াজাহাতী জোড়। এই দ্বীনি কাজকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে সাধারণ মুসলমানদেরকে সাথে নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হক্বানী উলামা হযরাতগণ।
এরই ধারাবাহিকতায় আজ বাহুবল মারকাযে চলছে ওয়াজাহাতী জোড়। যূগের শ্রেষ্ট ওলী, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব হাফিজাহুল্লাহ (পীর সাহেব বরুণা) সেখানে অংশগ্রহণ ও বয়ান পেশ করার কথা রয়েছে। তাছাড়া গুজরাটসহ দেশের বিভিন্ন জেলার মুরুব্বীগণও বয়ান পেশ করবেন।