বাহুবলে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু,পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ০০:৩৭
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ প্রায় ২০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে (২৮শে মার্চ) শনিবার বেলা দেড়টার দিকে।
জানা যায়,উপজেলার বক্তারপুর গ্রামের মনফর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র সোহাগ মিয়া (১৫) গরু নিয়ে গ্রামের পাশের একটি ডোবায় যান।
এসময় সোহাগ মিয়ার গরু,একই গ্রামের জাহির মিয়ার ছেলে শাকিল মিয়ার ধান ক্ষেত্রের কিছু অংশ খেয়ে ফেলে।
এ নিয়ে সোহাগ ও শাকিল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। তাদের বিষয়টি মিমাংসার জন্য গ্রামের মুরুব্বিরা উদ্যোগ নেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে জাহির মিয়ার ছেলে শাকিল (১৮) হাসিম মিয়ার ছেলে হেলাল মিয়া (২২) ও সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৩) মিলে সোহাগ মিয়াকে মারধোর করেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার বেলা এক ঘটিকার দিকে সফর আলীর ছেলে সেলিম আহমেদ (১৮) মসজিদে নামাজ পড়তে আসলে সোহাগ ও তার সহযোগীরা সেলিমকে মারধোর করার প্রস্তুতি নেয়। এমতাবস্থায় প্রতিবেশী আমজদ আলীর লোকজন সেলিমের পক্ষ নিলে সোহাগের লোকজনের সাথে জাহির মিয়া ও আমজদ আলীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
আহতরা হলেন, আজিজুল এর ছেলে জুয়েল মিয়া(২২) মনফর আলীর ছেলে সোহাগ মিয়া(১৫)
মেয়ে পারভীন আক্তার (৩০) মনফর আলীর ছেলে আব্দাল মিয়া(২৭) পন্ডিত মিয়া(৬০)মোতাহির মিয়া(৩০) সেলিম আহমেদ(১৮)আমজদ আলী(৭০) আফরোজ মিয়া, আচান মিয়া(৪৫) সিজিল মিয়া(৬০) আহত হন।
তাদেরকে হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আনছুর রহমান ও এএসআই মাজেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।