বাহুবলে কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০২০, ২০:৪৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের কৃষি ব্যাংক ম্যানেজার পুলক ঘোষের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই ম্যানেজার গত ১মাস আগে বাহুবলের কৃষি ব্যাংকে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রাহকের সাথে অসৌজন্য আচরণ ও গ্রাহকে নানাভাবে হয়রানী করছেন। এমনকি, স্থানীয় নেতাদের নিয়ে কটাক্ষ করার অভিযোগও উঠে। এ বিষয়ে জুলহাস মুন্সি জানান,তিনি ওই ব্যাংকের একজন গ্রাহক। পূর্বে উত্তেলিত ১লাখ টাকা মেয়াদের আগেই শোধ করেন।

এতে পুনরায় ৩লাখ টাকা দাবী করা হলে প্রথমে অনিহা প্রকাশ করলেও পরবর্তীতে তার কাছে ৬হাজার টাকা দাবী করা হয়। তা না দেয়ায় আজও লোন উত্তোলন সম্ভব হয়নি। এদিকে, ইব্রাহিম নামে এক ব্যক্তি জানান, কৃষি লোন উত্তোলনের ব্যাংকের ম্যানেজার কাছে দাবী জানান।

এতে তারা তদন্ত করলেও লোন প্রদান করেননি বরং তিন সপ্তাহ যাবত ঘোরাচ্ছোন। তার পর্যাপ্ত জমি রয়েছে বলেও ভোক্তভোগী জানান। তাড়াও তদবির করায় স্থানীয় নেতাদের নিয়ে কটাক্ষমূলক কথা বলেন। এসব বিষয়ে জানতে চাইলে ম্যানেজার পুলক ঘোষ কোন নেতাদের বিরুদ্ধে কটাক্ষ করা হয়নি বলে জানালেও হয়রানী নিয়ে সন্তুষ্টজনক জবাব দিতে পারেননি।