বাহুবলে কলেজ ছাত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল; প্রতিকার চেয়ে ইউএনও বরাবর অভিযোগ
একুশে জার্নাল ডটকম
জুন ১৫ ২০২০, ১২:২১
নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে এক কলেজ ছাত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের মুনজব আলীর মেয়ে কলেজ ছাত্রীর অন্তরঙ্গ মূহুর্তের একাধিক ছবি “বাধন হারা পাখি” নামে একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল করা হয়। একটি সূত্র জানায়, এ নিয়ে গত কয়েকদিন যাবত পুটিজুরী এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্রে আরও জানা যায়, গত কয়েকদিন আগে গোপনে মিরেরপাড়া ও আব্দানারায়ন গ্রামের মধ্যে একটি বিচার শালিস অনুষ্ঠিত হয়,উক্ত বিচার শালিসে মিরেরপাড়া গ্রামের আলতা মিয়ার ছেলে উজ্জ্বল ও তার সহযোগীরা আব্দানারায়ন গ্রামের হাজী তাহির উদ্দিনের মেয়ে কলেজ ছাত্রীর সাথে এমন জঘন্যতম ঘটনা আর ঘটবেনা বলে জানায়।এর মধ্যেই বিষয়টি পারিবারিক ভাবেই শেষ করা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আব্দানারায়ন গ্রামের হাজী তাহির উদ্দীনের মেয়ে কলেজ ছাত্রীর বিভিন্ন অন্তরঙ্গ মূহুর্তের অনেক গুলো ছবি বাধন হারা পাখি নামে একটি ফেসবুক আইডি থেকে ভাইরাল করা হয়।বর্তমানে কলেজ ছাত্রীর বিভিন্ন অন্তরঙ্গ মূহুর্তের ছবিগুলো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।এ নিয়ে পুটিজুরী ও বাহুবল এলাকায় তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার অভিযোগটি তদন্তের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। অভিযোগের তদন্তভার বাহুবল মডেল থানার এস আই শাহ আলীকে দেয়া হয়েছে। এ বিষয়টি বিচার সালিসের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নিয়েছেন এলাকার মাতব্বররা।
বিষয়টি জানার জন্য সরেজমিনে ভিকটিম কলেজ ছাত্রীর বাড়িতে গেলে তার অভিভাবকরা তথ্য দিতে বিভিন্ন নাটকীয়তা শুরু করেন। এক পর্যায়ে কলেজ ছাত্রীর বাবা হাজী তাহির উদ্দিন তার মেয়ের উপর ঘটে যাওয়া এমন জঘন্যতম ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।