বাহুবলে করোনায় নতুন আক্রান্ত ৯; মোট ৫৫
একুশে জার্নাল ডটকম
জুলাই ০১ ২০২০, ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক: বাহুবল উপজেলায় যত দিন যাচ্ছে করোনা সংক্রমণ বেড়েই চলছে। এতে নতুন আক্রান্ত নয়জন,মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫।
আজ বুধবার (১ জুলাই) আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন গত ২৮ জুন প্রেরিত রিপোর্টে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের পজেটিভ এসেছে ।
নতুন আক্রান্তদের মধ্যে বাহুবল মডেল থানার ৩ জন,জাঙ্গালিয়া এলাকার ১ জন,ইসলামাবাদ আবাসিক এলাকায় ১ জন,জয়নাবাদ গ্রামের ১জন,হিলালপুর ১ জন,গোলগাও ১ জন, এবং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে ১ জন ।
এ নিয়ে উপজেলায় ডাক্তার,নার্স, পুলিশ সহ মোট আক্রান্ত ৫৫ জন। সুস্থ হয়ে ফিরছেন ২৫ জন। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্তৃক বাহুবল সদর ইউ/পি কে রেড জোন ঘোষণা করছে।সিদ্ধান্ত মোতাবেক ওই ইউনিয়নে লকডাউন করা চলছে।