বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ৩১ ২০২০, ১৮:০৭

বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে বাহুবল মডেল থানা পুলিশের কর্তৃক এক আলোচনা সভা ও র্র্যালির আয়োজন করা হয়।

উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আসকার আলী সভাপতিত্বে ও মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।

মুজিববর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র। এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়।

আলোচনা সভা শেষে বাহুবল মডেল থানা থেকে বিশাল এক র্র্যালি বের করা হয়।