বাহুবলে ইয়াবা ব্যবসায় জড়িত এ.এস.আই কবির ক্লোজড

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৩ ২০১৮, ০৯:৫৫

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এ.এস.আই কবিরকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে তাকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।
তিনি জানান, ঘটনার সম্পৃক্ততার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ.এস.আই কবিরকে মঙ্গলবার রাতেই প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে সালাউদ্দিন (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে বাহুবল মডেল থানার এ.এস.আই কবিরের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল ও ৫ পিছ ইয়াবাসহ আটক করেন উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামবাসী। এ সময় স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে আটককৃত সালাউদ্দিন জানায়, এ.এস.আই কবিরের নির্দেশেই সে ইয়াবাগুলো বিক্রি করতে এসেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ সর্বত্রই তোলপাড় সৃষ্টি হয়।