বাহুবলে ‘ইউএনও’ ‘এসিল্যান্ড’র যৌথ অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ২২:১৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিভিন্ন বাজারে অধিকমূল্যে চাল বিক্রির অভিযোগে ৩ দোকানকে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং ভূমি অফিসার (এসিল্যান্ড) খৃষ্টফার হিমেল রিছিল’র নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার মিরপুর,পুটিজুরী ও দিগাম্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিরপুর বাজারের কাজল মিয়া,পুটিজুরী বাজারের মামুনুর রশীদ ও দিগাম্বর বাজারের রিপন মিয়ার মালিকাধীন মুদি দোকানে অধিকমূল্যে চাল বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজারে জনসমাগম রোধের লক্ষ্যে প্রচারণা চালান ইউএনও স্নিগ্ধা তালুকদার।

এ ছাড়াও তিনি বলেন, আপনারা অকারণে বাইরে ঘুরে বেড়াবেন না, হাটবাজারে জড়ো হবেন না। আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে সাহায্য করুন। আপনারা নিশ্চিন্ত ঘরে ঘুমান,আমরা আপনাদের জন্য জেগে আছি।