বাহুবলে আদালতের রায় পাওয়া যায়গা দখল করায় প্রতিপক্ষের মহিলাসহ ৫ জন আহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ৩০ ২০২০, ১৮:১৩

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে আদালতের রায় পেয়ে নিজের ভূমিতে ঘর নির্মাণ করায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব রূপশংকর গ্রামে।

পুলিশ ও আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের পূর্ব রূপশংকর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ভূমি নিয়ে একি গ্রামের মৃত আব্দুল ছমদ মিয়ার ছেলে আসুক মিয়া ও মাসুক মিয়ার সাথে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলছিল। আব্দুল হামিদ মিয়া ২৩-১০-২০১৯ সালে নিজের পক্ষে মামলার রায় পান।

তিনি আদালতের রায় পেয়ে নিজের ভূমিতে একটি ঘর নির্মাণ করা শুরু করেন । কিন্তু ঘর নির্মাণ করতে প্রথমে কোন বাঁধা বিপত্তি না থাকলেও, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের পক্ষে রায় পাওয়া ভূমিতে ঘর নির্মাণ করতে আপত্তি ও বাঁধা দেয় আসুক মিয়া, মাসুক মিয়া ও তাদের পক্ষের লোকজন।

এ নিয়ে আব্দুল হামিদ মিয়ার পরিবার ও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আসুক মিয়া ও মাসুক মিয়ার নেতৃত্বে তাদের লোকজন আব্দুল হামিদ মিয়ার পরিবারের উপর হামলা চালায়।

এ সময় আসুক,মাসুক মিয়া ও তাদের লোকজনের হামলায় আব্দুল হামিদ মিয়ার মেয়ে মোছাঃ শাকিরা বেগম(২৫)রুমা আক্তার(২৩)জুমা আক্তার(২১) মনসুরা আক্তার(৩৪) ও আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ মখলিছ মিয়া(৩০) গুরুত্ব আহত হয়।

আহত অবস্থায় তারা চিকিৎসার জন্য বাহুবল হাসপাতালে আসতে চাইলে। আহতদের রাস্তা আটকে দেয় হামলাকারীরা।এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে।বাহুবল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুমা আক্তার ও অন্তঃসত্ত্বা মনসুরা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কিন্তু মোছাঃ শাকিরা আক্তার, রুমা আক্তার ও মখলিছ মিয়ার অবস্থা আশংকাজনক হলে, তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এ সময় তাদের বাড়ি ঘর ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন আহতরা।