বাহুবলে অবৈধ বালু, মাটি উত্তোলন; সন্ধানদাতাকে পিটিয়ে রক্তাক্ত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২১ ২০২০, ১৭:০৫
বাহুবল(হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু,মাটি উত্তোলনের মহোৎসব চলছে বলে অভিযোগ উটেছে।অবৈধ বালু,মাটি উত্তোলনকারীরা বেসামাল হয়ে উটেছে। খোদ প্রশাসনও তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।
উপজেলার অমৃতা গ্রামের পাশে সমুদ্রফেনা নামকস্থানে সরকারি জমি থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খেকোরা।এলাকাবাসী প্রশাসনের কাছে বার বার অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
গত ২০ ফ্রেব্রুয়ারী অমৃতা গ্রামের রাজিব নামে এক যুবক অবৈধ বিপুল পরিমাণ বালুর স্তুুপের সন্ধান দিয়ে উপজেলা ভুৃমি অফিসের সার্ভেয়ার নুরুর রহমান ও স্নানঘাট ভুৃমি অফিসের তহশিলদার সফিকুল ইসলাম ঘটনাস্থলে নিয়ে যায়।তারা বালুর স্তুুপ পরিমাপের ফাঁকে অবৈধ বালু উত্তোলনকারীরা রাজিবকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রাজিবের স্বজনরা অমৃতা গ্রামের ইউপি মেম্বার নানু মিয়া এ হামলার ঘটনা ঘটিয়েছে।