বাহুবলে অজ্ঞাত মহিলার লাশ উদ্বার
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৭ ২০১৮, ০৭:৩৬
বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি উপজেলার লোহাখলা গ্রামের পার্শ্ববর্তী করাঙ্গী নদীতে উজান থেকে ভেসে আসা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাহুবল ইউনিয়নের লোহাখলা গ্রামের পাশ^বর্তী করাঙ্গী নদীতে একজন মহিলার গলিত লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খরব দেয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় প্রত্যক্ষদর্শীদের সংবাদের ভিত্তিতে উপজেলার লোহাখলা গ্রামের নদী থেকে আনুমানিক ৪০ বৎসরের অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ঐ লাশের পরিচয় পাওয়া যায় নি।