বাহুবলের ১নং স্নানঘাট ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ৩১ ২০১৯, ১০:৩০

 

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

৩০মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় স্নানঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হুসাইন কবির তালুকদারের উপস্থাপনায় ২০১৯ ও ২০২০ অর্থ বছরের ১কোটি ৩৮লাখ ৮হাজার ৪২০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

উক্ত বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নানু মিয়া,ওয়ার্ড মেম্বার বাবু বিকাশ চন্দ্র দাস, আবিদুর রহমান, সংরক্ষিত নারী সদস্য রিনা রানী দাস, উক্ত বাজেট অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনির খান,হারুন মিয়া,মোঃ নুরুল আমীন,নেভী আক্তারসহ সকল সদস্য সদস্যাবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে শিক্ষা স্বাস্থ্য, যানজট নিরসন, গ্রামীণ রাস্তাঘাট অবকাঠামো সহ বিভিন্ন কর্মসৃচি হাতে নেয়া হয়েছে। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উক্ত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম।