বাহুবলের সর্বপরিচিত ডাঃ মারফত উল্লাহ’র ইন্তেকাল
একুশে জার্নাল
আগস্ট ১৫ ২০১৮, ১০:০৮
হবিগঞ্জ জেলার বাহুবলের সর্বপরিচিত মুখ ডাঃ মারফত উল্লাহ ইন্তেকাল করেছেন। আজ (১৫ আগস্ট) বুধবার সকাল দশটা বিশ মিনিটেসিলেট উসমানী হসপিটালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া`ইন্না-ইলাইহি`রাজিউন।
আজ আছরের নামাজের পর “হামিদনগর মাদ্রাসা”মাটে অনুষ্ঠিত হবে। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচুস্হান দান করেন।