বাহুবলের মিরপুরে সাবান ও লিফলেট বিতরণ করলেন এএসপি পারভেজ আলম চৌধুরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২০, ১৮:৫৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি মিরপুর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জন সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

সোমবার (২৩ মার্চ ) বিকেলে মিরপুর বাজারে বিভিন্ন পয়েন্টে হেটে হেটে ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে এক হাজার পিস সাবান ও লিফলেট বিতরণ করেন তিনি।

ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় সাবান ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন পারভেজ আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আসকার আলী।

এ সময় উপস্থিত ছিলেন ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, সহ সভাপতি এম শামছুদ্দিন, সহ সভাপতি নজরুল ইসলাম হেলাল, যুগ্ন সাধারন সম্পাদক তারেক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক জমির আলী, কোষাধ্যক্ষ মোস্তফা আল হোসাইন, প্রচার সম্পাদ মীর মোস্তফাফিজুর রহমান তায়েফ, দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক ফরিদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক : ফরহাদ আহমদ ইউসুফ, সদস্যরা হলেন হোসাইন মোহাম্মদ শামীম, নুরুল হক, হারুনুর রশিদ, মিজানুর রহমান শাহেদ, ফজলুর রহমান, মিজানুর রহমান, তাজ উদ্দিন, মীর মিজানুর রহমান রেজবী।

জীবাণুমুক্ত স্যাভলন সাবান ও লিফলেট বিতরণকালে হ্যান্ড মাইকে পারভেজ আলম চৌধুরী বলেন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন। যদি কোন প্রবাসফেরত ব্যক্তি ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাফেরা করেন তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

তিনি ব্যবসায়ীদের উদ্যশ্যে বলেন, নিত্যপ্রয়োজনীও জিনিষপত্রের দাম বাড়াবেন না, দোকানে দোকানে মূল্য তালিকা বেঁধে রাখবেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।