বাহুবলের ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামতের কাজ শুরু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০২০, ১৫:০৪

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ : বাহুবল বাজারের ঝুঁকিপূর্ণ ব্রিজের মেরামতের কাজ শুরু করা হয়েছে।

জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ এ ব্রিজের পিচঢালা দু’পাশের সংযোগ সড়ক ধাবিত হয়ে আছে দীর্ঘ দিন যাবত। ব্রিজের রেলিং ভেঙ্গে গিয়ে হয়ে আছে চৌচির। যানবাহন লোকজন যাতায়াতে ঘটছে সীমাহীন বিঘ্নতা। এতে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। ফলে ব্রিজ পারাপারে যানবাহনসহ সর্বসাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে ভোগান্তি। যেন কষ্ট আর ভোগান্তির শেষ নেই! কষ্ট আর দূর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে বাহুবল উপজেলা স্থানীয় সরকারের ইঞ্জিনিয়ার বিভাগের প্রকৌশলী আনিসুর রহমান জরাজীর্ণ ব্রিজ মেরামত করনের প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

মঙ্গলবার (৩০ জুন) বাহুবলের বহুল আলোচিত করাঙ্গী নদীর ব্রিজ মেরামতের কাজ শুরু করা। ইঞ্জিনিয়ার আনিসুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাহুবলের জনগনের কষ্টের বিষয়টি লাঘব করনের জন্য ব্রিজ মেরামতের কাজ শুরু করেছি। দু’তিন দিনের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

ব্রিজ মেরামতের কাজ দেখে বাহুবলের সকল শ্রেনীর জনগন স্থানীয় সরকারের কর্মকর্তার প্রশংসা ব্যক্ত করেছেন।