বাহুবলবাসী একটি আধুনিক টেকসই ব্রীজ ও রাস্তা পাবে; প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া
একুশে জার্নাল ডটকম
জুন ১৩ ২০২০, ২১:১০

বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলা সদরের মধ্যদিয়ে প্রবাহমান করাঙ্গী নদীর উপর বিদ্যমান পুরাতন ব্রীজটি ভেঙ্গে একটি আধুনিক ও টেকসই উন্নত ব্রীজ বিশ্ব ব্যাংকের অর্থায়নের মাধ্যমে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান বাহুবল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া। তিনি বলেন-এ ব্রীজটি নির্মাণ হলে বাহুবলবাসী একটি আধুনিক ও টেকসই ব্রীজ পাবে। এছাড়া ইসলামপুর হতে চলিতাতলা ভায়া বাহুবল বাজার রাস্তাও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত হবে।
আমরা যথাযথভাবে ব্রীজ ও এসব রাস্তার উন্নয়নে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করেছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুড়ান্ত জরিপ কাজও সম্পন্ন করেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই এব্যাপারে নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। ১৩ জুন তার নিজ অফিসে করাঙ্গী ব্রীজ, করাঙ্গী ব্রীজের উত্তরপ্রান্ত থেকে চলিতাতলা ও বাহুবল বাজারের রাস্তার বেহালদশা নিয়ে তার সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এদিকে বাহুবল উপজেলার চলিতাতলা বক্তারপুর রাস্তা, বাহুবল নন্দনপুর রাস্তা সহ বিভিন্ন রাস্তায় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যান চলাচল সহ মানুষ পায়ে হেটে চলাও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উল্লেখ্য, বাহুবল বাজারের করাঙ্গী ব্রীজ ও বাহুবল বাজার রাস্তার উন্নয়নে বাহুবল নবীগঞ্জের জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করাঙ্গী ব্রীজ ও রাস্তার দ্রুত উন্নয়নে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দৌঁড়ঝাপ করে যাচ্ছেন।