বাহিরে ‘মুক্তিযোদ্ধা’ ভেতরে গাঁজা!

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৭ ২০১৮, ১৪:০৯

কুমিল্লার পুলিশ ৭০ কেজি গাঁজাসহ এক পাজারো জিপ জব্দ করেছে। গাড়িটির সামনের গ্লাসে মুক্তিযোদ্ধা সংসদের স্টিকার লাগানো ছিল। এ সময় গাড়ির চালকসহ গাঁজা পাচারকারীরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের মল্লিকাদীঘি এলাকায়।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া-কুমিল্লা সড়কের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পাজারো জিপ (রেজি নং- ঢাকা মেট্রো-ঘ-০২-২১১৬) এর গতিরোধ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ তিন মাদক ব্যবসায়ী ওই সময় গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ির পেছনের সিট ও নিচে তল্লাশি করে ৭টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ সময় গাড়িটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া থানার এ এস আই আবুল কালাম আজাদ বাদী হয়ে পলাতক আসামী মো. নুরুল ইসলাম প্রকাশ নুরু (৪২) ও তার সহযোগী অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মাদক আইনে থানায় মামলা করেছেন। থানার ওসি এস এ এম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।