বাহরাইনে ইমাম হত্যার ঘটনায় বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যুদণ্ড কার্যকর
একুশে জার্নাল
জুলাই ২৭ ২০১৯, ২২:১৬
বাহরাইনে আলোচিত ইমাম হত্যার ঘটনার এক বছর পর দেশটির আইন অনুযায়ী বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। ওই ইমামের নাম আব্দুল জলিল হুমুদ আল-জিয়াদ।
আজ শনিবার সকালে মুয়াজ্জিন কামালের এ রায় কার্যকর করা হয়।
রায় কার্যকরের এক দিন আগে তার সাথে সাক্ষাৎ করেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং তথ্য ও জনকল্যাণ কাজের প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।
উল্লেখ্য, বিন সিদ্দাহ মসজিদের ওই ইমামকে গত বছরের আগস্টে হত্যার পর কেটে টুকরো টুকরো করে বাংলাদেশি মুয়াজ্জিন কামাল।