বাশিরুল আমিনের কবিতা ‘রক্ত ঢালো হে প্রেমিক’
একুশে জার্নাল ডটকম
মে ০৫ ২০২২, ১৮:০৯
আজ বৃষ্টি হয়নি কতোদিন।
গাছপাতা, জনতার ওষ্ঠাগতপ্রাণ।
রুটির তাওয়ার মতো তেতে উঠে পথ-পুকুর
বৈশাখী দুপুর
বেজন্মাদের ঘেউ ঘেউ, নটীদের
চিতকারে অতিষ্ঠ শহর।
নগ্ন দেহের নারকীয় দাহে গুমোট নগর
তৃষিত পথ, পথিক মেঘপানে তাকায়, খুঁজে
জল। একটু শীতল হাওয়া।
দু’হাত তুলে রহমের আশায়।
অভিশপ্ত ঢাকা ক্ষোভে ফুঁসে
রোদে ফাঁটে, রাগে গোঙায়
শহরের ফুটপাতে নেমে আসে কাক
চিল-শকুন আর জংলী বাদুর
বিরানীর পেকেটে কলেরা নামে।
বিষ্টায় বিষ্টায় ভরাতে চায় জনতার হৃদয়-মাদুর।
ছাপান্নো হাজারের পাড়া বস্তি শহর
থেকে উড়ে আসে প্রেমিক চাতক দুরস্ত
বাতাসে উড়িয়ে ধুলো ছুটে আসে বদরী ঘোড়া
আসে মুজাহিদ মাথায় কাফন মোড়া।
আসে কিশোর, তুখোড় যুবক।
আসে বুড়ো বুকে নিয়ে প্রেমের জোর
ঘরে বসে দোয়া মাঙে মা, মেয়ে, হুর।
আসমানি ঝংকার বুকে বুকে
ঠোঁটে ঠোঁটে, কাঁপিয়ে পাতাল আরশে ছুটে।
স্নিগ্ধ শীতল পরশে ছেয়ে যায় জনপদ
ঝিরঝিরে হাওয়া ফোঁটা ফোঁটা বৃষ্টি।
রাস্তার তল পেটে এলিয়ে পড়ে প্রেমিক সকল
নিঝ্ঝুম শহরে নেমে আসে কাহাফী ঘুম, জান্নাতি স্বপন।
কে যেন বলে যায়- ‘রক্ত ঢালো, হে! প্রেমিক’।
আচমকা আলো গিলে নেমে আসে রাত্রির পাশব
কেশর, দানবীর ভয়াল নখর
বুক ফুঁড়ে, ঠোঁটে ছিড়ে চিবোয় হৃদপিণ্ড।
রাত্রি প্রহরে ছুটে চলে খুনের নহর।
মেশকের স্রোত রক্তাব ঢেউ ধুয়ে দেয় পাপাক্রান্ত শহর।
কালো পিচের ক্যানভাসে ভালোবাসার ব্লাড পেইন্টিং।
প্রতিটি মিনারের সাথে ভাসমান রক্তের হিমোগ্লবিন গেয়ে উঠে–“আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ”