বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দু’জন স্টাফ আক্রান্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৪ ২০২০, ১২:১৭

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ উপজেলায় নতুন করে আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনই বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস।

তাদের দুজনেরই বয়স ৩০ বছর। তাদের বর্তমান ঠিকানা- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাতেই।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাব থেকে করোনার নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার।