বালাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর: ১১পদের মধ্যে ৬টিই শূণ্য
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৯ ২০১৯, ১২:২৫
আবুল কাশেম অফিক, বালাগঞ্জ (সিলেট): সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৬টি পদই শূণ্য রয়েছে। জনবলের অপ্রতুলতার কারনে অফিস/মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে হিমশিম খেতে হচ্ছে বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। জনবল সংকটের কারণে খামারীদের দোরগোড়ায় সেবা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে উপজেলার এ দপ্তরটির।
বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, মোট মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৬টি পদই শূণ্য রয়েছে। দপ্তরটিতে বর্তমানে কর্মরত রয়েছেন ৫ জন। এর মধ্যে উপজেলা ভ্যাটেরিনারী সার্জনের ১টি পদ, এম.এ.এল.ও এর ১টি পদ, ভি.এফ.এ এর ১টি পদ, কম্পাউন্ডারের ১টি পদ, এফ.এ.এ.আই এর ১টি পদ, অফিস সহকারীর ১টি পদ ও ড্রেসারের ১টি পদসহ মোট ৬টি পদে কোনো জনবল নেই।
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তোফায়েল আহমদ বলেন, লোকবল সংকটের কারণে আমাকে অনেক সময় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। আশা করি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর পদগুলো পূরণের ব্যাপারে আশু ব্যবস্থা নেবেন।