বালাগঞ্জ ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালিত
একুশে জার্নাল
মার্চ ২৮ ২০২০, ২২:০২

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিমের পক্ষ থেকে করোনাভাইরাস থেকে প্রতিরক্ষামূলক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী অব্যাহত রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ থেকে রেহাই পেতে
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অদ্য শনিবার (২৮ মার্চ) বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন বাজারে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম উপস্থিত থেকে এই জীবাণুনাশক ঔষধ ছিটানোর কর্মসূচির সুচনা করেন।
এসময় উপস্থিতি ছিলেন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।
আব্দুল মুমিন জানান, বিগত ১ সপ্তাহ যাবত চেয়ারম্যান মো. আব্দুল মুনিম বালাগঞ্জ সদর এলাকার প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে মাস্ক ও লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন।
চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে এই কর্মসূচী পরিচালনা করা হবে।