বালাগঞ্জ ইউপি চেয়ারম্যানের চতুর্থ দিনের মতো সচেতনতামূলক কর্মসূচী অব্যাহত
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০২০, ২২:৫৬
বালাগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস থেকে প্রতিরক্ষামূলক সচেতনতা কর্মসূচির অংশ হিসাবে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম এর পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার ২৭ মার্চ বিকালে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ পশ্চিম বাজারস্থ গরুরহাটে, পুর্ব বাজার জিরো পয়েন্ট ও বোয়ালজুড় বাজারে সাবান পানি দিয়ে হাত ধোঁয়ার জন্য ৩ টি অস্থায়ী পানির ট্যাপের উদ্বোধন করেন।
এসময় হাত ধোঁয়ে উদ্বোধন করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া।
এসময় উপস্থিতি ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, সদস্য জাহেদ আহমদ, বোয়ালজুড় বাজার বনিক সমিতির সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, বালাগঞ্জ বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক ম আ মহিত, ইউপি স্বেচ্ছাসেবক সহ অন্যান্যরা।
চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান, করোনাভাইরাস থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষে আমরা বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছি।