বালাগঞ্জে ২৯ মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ৩০ ২০২০, ১৮:১৯
বালাগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী ২২ অক্টোবর।
এবার বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২৯টি মন্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব।
প্রতি বছরের মতো এবারও দেবী-দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়েছে বালাগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে।
তবে, বৈশ্বিক মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতিবারের মতো এবার আর তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, বালাগঞ্জ সদর ইউনিয়নে ১১টি, বোয়ালজুড় ইউনিয়নে ৬টি, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৫টি, পূর্ব গৌরীপুর ইউনিয়নে ৩টি, দেওয়ান বাজার ইউনিয়নে ১টি ও পূর্বপৈলনপুর ইউনিয়নে ২টি সহ মোট ২৮টি সার্বজনীন এবং পূর্বপৈলনপুর ইউনিয়নের ১টি পারিবরিক মন্ডপসহ সর্বমোট ২৯টি মন্ডপে এবারের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারের দুর্গা পূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের আচার-সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এবারের শারদীয় দুর্গা পূজায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মন্ডপগুলোতে পূজা পালনের অনুরোধ জানান তিনি।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার বলেন, করোনার কারনে এবারের দুর্গা পূজায় প্রতিবারের মতো আমেজ থাকবে না। শুধুমাত্র আমাদের ধর্মীয় রীতি-নীতি অনুযায়ীই পূজা অনুষ্ঠিত হবে।