বালাগঞ্জে শ্রমিক মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল
মে ১৫ ২০২০, ১৯:৪৫
বালাগঞ্জ প্রতিনিধি: আজ ১৫ মে শুক্রবার বাদ জুমু’আ শ্রমিক মজলিস বালাগঞ্জ সদর ইউনিয়ন ও দেওয়ানবাজার ইউনিয়নে করোনা পরিস্থিতির কারণে বিপর্যস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
খেলাফত মজলিসের সহযোগি সংগঠন শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি এমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বালাগঞ্জ সদরের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন নোমান।
আজ ৩৪ টি শ্রমিক পরিবারকে, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আল্লাহ শ্রমিকদের এই দানকে কবুল করুন। এই শ্রমিকদের সবাইকে আল্লাহ শ্রমিক থেকে মালিক মালিক বানিয়ে দিন।