বালাগঞ্জে মির্জা আবু সুফিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ  

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ২২:০৩

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নে প্রায় দেড় শতাধিক অসহায়-দিনমজুর পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কালে সার্বিক সহযোগীতা করেন পূর্বগৌরীপুর ইউনিয়ন তালামীযের সর্বস্থরের নেতৃবৃন্দ।

এসময় মির্জা আবু সুফিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা আবু সুফিয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ব গৌরীপুর ইউনিয়ন তালামীযের নেতৃবৃন্দ বলেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী তরুন সমাজ সেবক মির্জা আবু সুফিয়ান দেশের ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। আমরা আশা করি, অত্র ইউনিয়নের আরো দানশীল ব্যক্তিবর্গ অসহায়-দিনমজুর মানুষদের পাশে এসে দাড়াবেন।