বালাগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৬ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১২ ২০২০, ১২:৪৭

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৬ মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ফুলতইল গ্রামের মজিদ ওরফে প্রেম মজিদ এর বাড়ী থেকে আটক করে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেবাংশু কুমার সিংহ তাদের এই কারাদন্ড প্রদান করেন।
এসময় সহযোগিতায় ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান ও একদল পুলিশ ।

কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নলজুড় গ্রামের আব্দুর রওশনের ছেলে আবুল হোসেন (২৮), খুজগীপুর গ্রামের জাফরুল মিয়ার ছেলে রিপন মিয়া (২৫), একি গ্রামের মৃত- ফরিদ আলীর ছেলে আহমদ আলী (৩৫), চেরাগ আলীর ছেলে শিপন মিয়া (২২), সারসপুর গ্রামের শিরাজ মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫), একি গ্রামের ছালেক মিয়ার ছেলে খালেদ মিয়া(৩০)।

বুধবার ১১ মার্চ তাদের সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।