বালাগঞ্জে বিল নার্সারিতে রেনু পোনা অবমুক্তকরণ
একুশে জার্নাল ডটকম
জুন ০২ ২০২০, ১৮:০১

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
বালাগঞ্জে বিল নার্সারিতে রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২জুন) দুপুরে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার করচার বিলে রুই, কাতলা ও মৃগেল মাছের আনুমানিক ১ লক্ষ রেনু পোনা অবমুক্ত করা হয়।
রেনু পোনা অবমুক্ত করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক, শেখ আবু নাহিদ, বৈশাখী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি সমুজ মিয়া প্রমুখ।