বালাগঞ্জে দায়িত্বরত সাংবাদিকদের সার্জিক্যাল মাস্ক সহ বিভিন্ন সামগ্রী প্রদান করলেন আব্দুল আজিজ মাসুক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১০ ২০২০, ১৭:৪৪

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

করোনা সচেতনতায় বালাগঞ্জ উপজেলায় দায়িত্বরত সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার, হেকসিসল, সার্জিক্যাল মাস্ক, গ্ল্যাভস, ক্যাপ ও সাবান প্রদান করেছেন সৌদিআরব প্রবাসী সমাজ সেবক আব্দুল আজিজ মাসুক।

তার পক্ষে তার চাচাতো ভাই ট্রাষ্টের সদস্য আব্দুল আহাদ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন ও সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিলু’র হাতে বালাগঞ্জ উপজেলায় দায়িত্বরত সাংবাদিকদের এ সব সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি হুসাইন আহমদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এস এম হেলাল, সদস্য, আবুল কাশেম অফিক, তারেক আহমদ, লিটন দাস লিকন, সাংবাদিক জাগির হোসেন, বালাগঞ্জ বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস সহ প্রমুখ।