বালাগঞ্জে দলিল জালিয়াতির অভিযোগে মামলা দায়ের
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১০ ২০২০, ২০:৪৯
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতির অভিযোগে মামলা দায়েরে করা হয়েছে। এ ব্যাপারে দখলীয় জমি মালিক উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মাকড়সি গ্রামের আব্দুল আলী বাদী হয়ে একি উপজেলার কালিয়ারগাঁও গ্রামের মুছা মিয়া(৫৮), মাকড়সি গ্রামের আরিফ উল্লা (৩৭), কালিগঞ্জের মো. শাহজাহান(৪২) ও কালিয়ারগাঁও-এর কন্নাল মিয়া(৪০) নামে ৪জন কে আসামী করে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ৪০৬/৪১৮/৪২০/৫০৬(||) ৩৪(ধঃবিঃ)ধারায় মামলা দায়ের করেন। যা বালাগঞ্জ সি.আর মামলা নং ৫৬/২০২০ তারিখ-২৮/১০/২০২০ইং।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী আব্দুল আলীর মাতা মোছাঃ সমরুন বিবি, মামলার ১নং আসামী মুছা মিয়ার কাছ থেকে নালিশা তফসিলে বর্ণিত এস এ ৮৬৪ খতিয়ান, বি এস ৭৪৪নং খতিয়ানে অর্ন্তগত এস,এ ৩৫৭৯নং দাগ যা বি,এস ৪৪৫৭নং দাগের ০.১৪ একর বা চৌদ্দ শতক ভূমি, বিগত ১৩/০৩/২০০১ইং তারিখে বালাগঞ্জ সাবরেজিষ্ট্রারী অফিসের ৫০৬নং রেজিষ্ট্রারী সাফ কনালা দলিল মূল্যে ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে দখলে থাকাবস্থায় (সমিরুন) মৃত্যুবরণ করলে, মামলার বাদী ও তাঁর অপর ভাই উত্তরাধিকারী সূত্রে উক্ত ভূমিতে মালিক স্বত্ববান ও দখলকার হন। মামলার ১নং আসামী ভূমিটি দীর্ঘ ১৯ বছর আগে বাদীর মায়ের কাছে বিক্রয় করে দেন। কিন্তু ১নং আসামী অন্যান্য আসামীদের প্ররোচনায় বাদীকে বে-দখলের পায়তারা ও ষড়যন্ত্র করে উল্লেখিত আসামীগণ বাদীর স্বত্ব দখলীয় ভূমি আত্বসাৎ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আসামীগণ পরস্পর যোগসাজশে বাদীর সাথে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ করে বিগত ০৩/০২/২০২০ইং তারিখে বালাগঞ্জ সাবরেজিষ্ট্রারী অফিসের ১৭৩নং রেজি: সাফ কবালা দলিলের মাধ্যমে নিঃস্বত্ববান ১নং আসামী উক্ত দলিলের দাতা হিসেবে ও ২নং আসামী গ্রহীতা হিসাবে এবং ৩নং আসামী উক্ত দলিলের সনাক্তকারী ৪নং আসামী সাক্ষী হিসাবে উক্ত দলিলটি সম্পাদন করেন।
আসামীগণ সবাই আগে থেকেই জানা ছিল, নালিশা ভূমি ইতিপূর্বে ১নং আসামী মুছা মিয়া, বাদীর মা মােছাঃ সমরুন বিবির নিকট হস্তান্তর করে স্বত্ব ও দখল সমজিয়ে দিয়েছিলেন।
একই ভূমি একাধিকবার বিক্রয় বা দলিল জালিয়াতির বিষয়টি নিয়ে বালাগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিসার মো. আবুল হোসেন এর সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, মামলাটি এখনও তদন্ততাধীন রয়েছে।
এছাড়াও, অত্র মামলার ১নং মামলার প্রধান আসামী মুছা মিয়া, দলিল জালিয়াতি প্রতারক চক্রের বিরুদ্ধে আব্দুল হালিম (মঙ্গল) বাদী হয়ে সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে আরেকটি সি.আর মামলা নং ৫৭/২০২০। দায়ের করেন, যা বর্তমানের ডিবিতে তদন্তাধীন রয়েছে।