বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আটক ২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১২ ২০২৫, ১০:৩৭

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ১ নেতা ও ছাত্রলীগের ১ নেতাকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ইউপিরর সাবেক চেয়ারম্যান এম এ মতিন ও সাবেক ছাত্রলীগ কর্মী বিভাষ চক্রবর্তী রনি।

উল্লেখ, এম এ মতিন বালাগঞ্জ থানার একাধিক মামলার আসামি এবং ২০২২ সালে বালাগঞ্জের কাশিপুর ব্রীজের পাশের নিরীহ মাদরাসা ছাত্রদের উপর নির্বিচারে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে ফলে সর্বত্র নিন্দার ঝড় উঠে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভুইয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে।