বালাগঞ্জে জিনিয়াস লার্নিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০১৯, ১৩:১১

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার মোরারবাজারস্থ জিনিয়াস লার্নিং সেণ্টারে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে জিনিয়াস লার্নিং সেণ্টারের সৌজন্যে সেণ্টারের এসব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়াস লার্নিং সেণ্টারের সভাপতি ও পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন গহরপুর আল ফালাহ একাডেমি দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম, সমাজকর্মী ফারুক আহমদ, জিনিয়াস লার্নিং সেণ্টারের পরিচালক সালেহ আহমদ, সহ পরিচালক আব্দুল আজিজ, সুলতান আহমদ, শিক্ষক সুফিয়ান আহমদ, সাইফুল্লাহ আল মাসুম, ফারহানা বেগম, আজহার খাঁন, সুজন হালদার। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নিপা বেগম, মাসুকুর রহমান, নূরুল আমিন তুহিন, মাসুদুর রহমান, আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ইমরান, আকমল হোসেন, সাকিব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শুধু ভাল ফল অর্জনের জন্য প্রতিযোগিতা না করে, ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে যাবার অনুরোধ জানান। বক্তারা বলেন, ভাল ফল অর্জনের পাশাপাশি ‘ভাল মানুষ’ হতে হবে। সমাজে ভাল মানুষের বিশেষ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, পড়ালেখা করে সততা এবং নিষ্ঠার সাথে পরিবার এবং দেশের স্বার্থে কাজ করতে হবে তবেই এ পড়ালেখার স্বার্থকতা অর্জন হবে। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।