বালাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৭ ২০২০, ২৩:৪৬
বালাগঞ্জ প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউসিসি চেয়ারম্যান মো. আনহার মিয়া।
সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ ইউসিসি’র পরিচালক কামাল আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা’র সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সহকারী পরিবার কর্মকর্তা আব্দুল আউয়াল,
এসময় বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহিদ দুলাল (মেম্বার), আওয়ামী লীগের সদস্য আব্দুল কাইয়ুম দুলাল, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত আহমদ চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এইচ এম ফজলু, সাপ্তাহিক কুশিয়ারার কূল প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, বালাগঞ্জ বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস, সমবায়ী নেপুর মিয়া, সমুজ মিয়া, সুশীল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।
এর আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে বালাগঞ্জে জাতীয় সমবায় দিবসের শুভ সূচনা করা হয়।
তিন ধাপে উপজেলা পর্যায়ে মিতালী বহুমুখী সমবায় সমিতি, নিরাপদ সমবায় সমিতি ও মাহবুব আলম তুহিন কে শ্রেষ্ট সমবায়ী নির্বাচিত করে ক্রেষ্ট প্রদান করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কামাল আহমদ ও গীতা পাঠ করেন হিমাংশু রঞ্জন দাস।