বালাগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষ: মহিলাসহ আহত ৩

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৩ ২০২০, ০০:৪৪

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের জমিজমা নিয়ে সংঘর্ষে একই পরিবারের মহিলা সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা সদরের চানপুর গ্রামের মৃত ওয়াজিদ আলীর ছেলে
আপন দুই সহোদর শরিফুল ইসলাম ও আব্দুল বাছিতের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরি জের ধরে সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে আব্দুল বাছিতের ছেলে নুমান আহমদ তাদের বসতঘরের বাথরুমের কাজ করতে গেলে শফিকুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম সুমন বাধা দেয়। এতে নুমান ও সুমনের মধ্যে ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে আব্দুল বাছিত (৪০) মধ্যস্ততা করতে এগিয়ে আসলে হাতের আঙ্গুলের মারাত্মক আঘাত পান।

সংঘর্ষে আব্দুল বাছিতের স্ত্রী শেফা বেগম (৩৫) মেয়ে ছুমাইয়া আত্তার ইবা (২৫) আহত হন।
মারাত্মক আহত আব্দুল বাছিতকে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বালাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।