বালাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ
একুশে জার্নাল
জানুয়ারি ০৪ ২০২০, ২২:০৪
বালাগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালাগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বালাগঞ্জ বাজারে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের বালাগঞ্জ থানা সভাপতি আব্দুর রকিক জুয়েলসহ কয়েকজন ছাত্রলীগ নেতা আহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলা ও সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের র্যালী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালী শেষে কেক কাটা অনুষ্ঠান থেকে ফেরার পথে গায়ে লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের উপজেলা সভাপতি আব্দুর রকিব জুয়েল ও সহ সভাপতি মোঃ জুয়েল আহমদ এর পক্ষের লোকের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুরের করা হয়।
এরপর এক আব্দুর রকিক জুয়েলের পক্ষের কয়েকজন বোয়ালজুড় বাজারে বালাগঞ্জ-তাজপুর সড়কের অবস্থান নিয়ে সড়ক অবরোধ করার যেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।