বালাগঞ্জে গরিব এন্ড এতীম ট্রাস্ট ফান্ডের খাদ্যসামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৩ ২০২০, ১৯:৫০
করোনায়ভাইরাসে কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে “গরিব এন্ড এতীম ট্রাস্ট ফান্ড ইউকের” অর্থায়নে বালাগঞ্জের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল রাতে ট্রাস্টের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম লুৎফর রহমানের বাড়িতে প্যাকেটিং করে (মধ্যরাতে নিরবে মধ্যবিত্তদের) দুপুরে অন্যান্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম লুৎফর রহমান। এর পর সেচ্ছাসেবীরা তালিকা ভুক্তদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি পেয়াজ, ২ লিটার সুয়াবিন, ২ কেজি লবন, ৫ কেজি আলু, ২ কেজি চানা, ২ টা সাবান, সহ প্রয়োজনীয় মসলাসামগ্রী।