বালাগঞ্জে খেলাফত মজলিসের দুইশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৮ ২০২০, ১৯:১৭

বালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে করোনায় কর্মহীন ২০৪ জন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৪ রমজান সকালে আলহেরা আইডিয়াল একাডেমিতে সামাজিক দুরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ আহমদ মিসবাহ’র সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনা
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খেলাফত মজলিস সিলেট জেলা শিক্ষা ও সাহিত্য ও সম্পাদক, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও সৈয়দ আলী আসগর, সংগঠনের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা, সহ-সাধারণ মাওলানা গিয়াস উদ্দিন নোমান , অর্থ সম্পাদক আবু শাহাজান, প্রশিক্ষণ সম্পাদক মীম হুসাইন, হুসাইন আহমদ, হুসাইন আহমদ আওলাদ প্রমুখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল ৭ কেজি, সুয়াবি ১লিটার, পিয়াজ ২ কেজি, আলু ২ কেজি, লবণ ১ কেজি, চানার ডাল ১ কেজি, প্রয়োজনীয় মসলা সামগ্রী।