বালাগঞ্জে খেলাফত মজলিসের দোয়া ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২০, ১৬:৩০

বালাগঞ্জ প্রতিনিধি:

খেলাফত মজলিসের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাও. আশিকুর রহমান বলেছেন, বিশ্বব্যাপী করোনা নামক গজব মহামারি আকার ধারণ করেছে আমাদের প্রিয় বাংলাদেশেও আক্রান্ত হওয়ার খবরে গোটা জাতি আজ উদ্বিগ্ন।

যুগে যুগে বালা-মুসিবৎ দিয়ে মূলত আল্লাহ, ঈমানদারকে পরীক্ষা করেন এবং অবিশ্বাসীদেরকে শাস্তি প্রদান করেন। এ থেকে রেহাই পেতে বেশি বেশি তাওবাহ ইসতেগফারের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি করোনার ভয়াল থাবা দেশ জাতিকে রেহাই পেতে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি সোমবার ২৩ মার্চ দুপুরে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা সদরের সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিল শেষে করোনাভাইরাস জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সেক্রেটারী আবুল কাশেম অফিক, সহ-সেক্রেটারী গিয়াস উদ্দিন নোমান, প্রশিক্ষণ সম্পাদক মীম হুসাইন, অফিস সম্পাদক জয়নাল আবেদীন, বায়তুলমাল সম্পাদক আবু শাহজাহান, হোসাইন আহমদ, সাংবাদিক জাগির হোসেন, এমরান,আহমদ , রুবেল আহমদ, প্রমুখ।

দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ বিপুলসংখ্যক মুসল্লীরাও উপস্থিত ছিলেন।