বালাগঞ্জে এস এস সি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬৬৯ জন শিক্ষার্থী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০২ ২০২০, ২৩:৪৮

আবুল কাশেম অফিক:
সিলেটের বালাগঞ্জে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষায় ১৪৫৪ জন ও দাখিল পরীক্ষায় মোট ২১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উপজেলার ৩ টি কেন্দ্রে ও ২ টি ভেন্যুতে এবারের এস.এস.সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কেন্দ্র গুলো হলো, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসা বালাগঞ্জ এবং ভেন্যু গুলো হলো, বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী।

এদিকে, এস.এস.সি ও দাখিল পরীক্ষাকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কেন্দ্র সচিব গন জানিয়েছেন।

বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারও পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে।