বালাগঞ্জে আমেরিকা প্রবাসী পরিবারের ত্রাণ বিতরণ
একুশে জার্নাল ডটকম
জুন ২৩ ২০২২, ২০:০৭
সিলেটে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত। বানের জলে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। কুশিয়ারার কূলঘেঁষা নতুন সুনামপুর ও হাড়িয়ার গাঁও-এর অসংখ্য মানুষ পানিবন্দি। অনেকে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। আর দরিদ্র শ্রেণির মানুষ পানির সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছেন।
নতুন সুনামপুরে আমেরিকা প্রবাসী (আদিবাড়ি) পরিবারের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন পূর্বগৌরীপুর ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাও. আশিকুর রহমান, বর্তমান সদস্য জলাল আহমদ, সেলিম খান, মাও. জিয়াউর রহমান চৌধুরী, মীম হুসাইন সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সর্বশেষে মুজিবুর রহমান চৌধুরী মুহিব উপস্থিত সকলের কাছে উনার পরিবার ও প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন। আর যে কোনো দুঃসময়ে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।