বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৫ ২০২০, ০৭:৫০

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে স্থানীয় নেহার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দেওয়ান বাজার ইউপির সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীমের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক মুজিবুর রহমান, তারা মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণত সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, শিক্ষক ইব্রাহিম ফরহাদ, যুব নেতা শামীম আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।