বালাগঞ্জের ব্যাংকগুলোতে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ২১:৫৯

বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের ব্যাংকগুলোতে সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা। ফলে অতি সহজেই করোনাভাইরাস উপজেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
সরজমিন মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বালাগঞ্জ বাজারের সোনালী ও অগ্রনী ব্যাংক গিয়ে দেখা যায় ব্যাংকের সামনে ও ভিতরে প্রচুর লোকসমাগম। এলোমেলোভাবে গাদাগাদি করে দাড়িয়ে আছেন গ্রাহকেরা ।
করোনাভাইরাস থেকে রক্ষা যেথে সামাজিক দুরত্ব সৃষ্টি করার লক্ষ্যে যেখানে বালাগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন সচেতন ব্যক্তিরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেখানে বালাগঞ্জের এই ব্যাংকগুলোর অসচেতনতা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
যেখানে প্রতিদিন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে লোক প্রচুর লোকসমাগম হয়ে থাকে। যার মাধ্যমে করোনা ভাইরাস অতি সহজে উপজেলার বিভিন্ন অঞ্চলে অতি সহজেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।