বালাগঞ্জের আতাসনে তারিনী কান্ত দাসের পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৪:২৬

বালাগঞ্জ আতাসনে তারিনী কান্ত দাসের পরিবারের পক্ষ থেকে কর্মহীন ১৫০ শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়য়েছে।
সোমবার গত ১৩ এপ্রিল এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পশ্চিমগৌরিপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপুর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন পশ্চিমগৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মনু মিয়া, সমাজকর্মী কানাইলাল দাস।
অসহায় পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এসব পৌঁছে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি আলু।